ঘৃণার আঁচলে পুষ্প ভরে
কেনো সাজালে এমন ছলনার অর্চনা?
অন্তরে ভক্তি না রেখে
কেনো করিলে মিথ্যে বন্দনা?
শুকনো ফুলে জল ছিটিয়ে
কেনো দিলে মিথ্যে সতেজ রূপ?
শুদ্ধতার ইচ্ছে না পুষে
কেনো দিলে আমার গঙ্গায় ডুব?
বিশ্বাসের ঘাটতি অন্তরে রেখে
কেনো হলে ধর্মান্তরিত?
আমার ধর্ম সত্য না মেনে
কেনো হল আমার গীতা
Top today
এই মুহুর্তে কিছু একটা চাই!
কিন্তু কি চাই?
একটা ম্যাসেজ! মুঠোফোনে,
মধুর সেই বার্তায় মাধুরী মিশিয়ে
রংধনু রং কিবোর্ড দিয়ে,
কে যেনো ভুলেই করল সেন্ড
হায়! একি! এত্ত ভালবাসা মিশানো!
নীল নীল অক্ষর
ভাললাগা সুরের অনুরণন শব্দে শব্দে
লাইনে লাইনে উড়ন্ত স্পর্শ যেনো!
ভালবাসার এত আকুতি, বিনয়,
অনুভুতিকে নাড়া দিয়ে যায়,
এত্ত
আত্মজ এসেই খোলে
জীবনের নানা পলিপথ
নানাবিধ রূপরসে রাঙায় দুপুর
আত্মজে মোহান্ধ হয়ে
বালিশে লুকিয়ে রাখি
বেদনার নীলখাম গুলি
আর যতো স্বপ্ন এসে
দরোজায় কড়া নাড়ে
তাদের জানিয়ে দিই,
আমি আর নিজ ঘরে নেই !
এইবেলা সেইখানে
যাওয়াই বারণ।
আত্মজ আপন পায়ে
দাঁড়াবে যেদিন
সেদিন নাহয় আমি
অন্যকোন স্বপ্ন পেলে
বুনে নেব আর কোন ঘর
অত:পর….
করুণ বেদনা