প্রতিদিন আমি আসি স্টেশনে,
খুঁজি তোমাকে আমি মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
না পায় তোমার দেখা যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,
তখন মনটা ভরে যায় কানায় কানায়।
আর যখন না পায় তোমার সাক্ষাৎ,
তখন মনটা হয়ে যায় ক্ষত বিক্ষত।
আমরা দু’জন যখন করি কথোপকথন,
মনে
Top today
(১)
চোখ যদি হয় কাজল কালো
ঠোঁট দুুুুটোতে লাল
কেমনে তারে আসতে বলি
আজকে নয় কাল।
(২)
বুক ভরা ভালোবাসা
চোখ ভরা জল
ভালোবাসার মূল্য কেমনে
দিবি এবার বল।
(৩)
চোখদুুটো তার লাল হয়েেছেে
কি করে যেে হাায়
নাইবা পেলে মনের মানুুুষ
দিন গড়িয়ে যায়।
(৪)
তোমার চোখের কাজল হতেে
আমি চেয়েছি
ভালোবাসার কাঙাল,তাই
কষ্ট পেয়েছি।
(৫)
তোমার চোখেের ভাষা আমি
বুুুুঝতে