Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রতিদিন আমি আসি স্টেশনে,
খুঁজি তোমাকে আমি মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
না পায় তোমার দেখা যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,
তখন মনটা ভরে যায় কানায় কানায়।
আর যখন না পায় তোমার সাক্ষাৎ,
তখন মনটা হয়ে যায় ক্ষত বিক্ষত।
আমরা দু’জন যখন করি কথোপকথন,
মনে

ইতোমধ্যে যতীন বাবু একদিন পরোক্ষভাবে প্রিয়ন্তীর কথা দীপক বাবুকে বলেছে। দীপক বাবু মনে মনে প্রিয়ন্তীর ওপর রেগে গেলেও যতীন বাবুর কথাকে না শোনার ভান করে পাশ কাটিয়েছে।
দূর্গা পূজায় সুশান্তর সঙ্গে প্রিয়ন্তীর মেলামেশা, যতীন বাবুর কথা, বজ ঠাকুরের কান ভারী করা

প্রিয় জন্ম ভূমি
মাগো তোমায় ভাল বাসি
জীবন-মরনে তুমি
আমার সোনার বাংলা প্রিয় জন্ম ভূমি ।
লাল সবুজের পতাকাতলে
নারি-পুরুষ ভেদাভেদ ভুলে
আমজনতার সমাবেশ ,
সবার মুখে একই আওয়াজ
আমার সোনার বাংলাদেশ ।
কু-চকরিদের রুখতে মোরা পণ করেছি সকলে
লাখ শহীদের রক্ত দান দিবনা যেতে বিফলে ।
আমরা তোমায় ভাল বাসি
আমার

মধ্য রাতের ঝুলে পড়া চাঁদ
কদাচিৎ বারান্দার গ্রিল গলে
অনাহুত অতিথির বেসে

বলা নেই কওয়া নেই অযাচিতে
হুট করে ঢুকে পড়ে মনের গলিতে
সেগুনের পিঁড়ি হাতে নিয়ে

চন্দনের মাদুলির ঘ্রাণে মাতাল
আমি এবং আমি চিরকাল
ভালবাসি আনকোরা চাঁদ

তার বাঁকা ফাঁদ
অহরহ আমাকে টানে
জানি না এর কি মানে ।

* অহংকারী লোকেরা আপনার প্রশংসা বেশি করে *

* জনকল্যাণহীন রাজনীতি দূর্নীতির হোতা *

* ভিক্ষুকের বাকযন্ত্র ও পায়ের অধিক ব্যবহার হয় *

* মানুষের ক্ষুধা ও তৃষ্ণা সবচেয়ে বেশি *

– শাহ্ আলম শেখ শান্ত

কি দিবো আমার পরিচয়?

কিছুই যে দিবার নয়।

কোন্‌ পরিচয় আমার যোগ্য অবয়?

যাহাই বলি তাহাই অপচয়।

আপনাতেই আপনার দ্বিধা-সংশয়।

তোমাদের তরে কি দিবো পরিচয়?

 

নেই কোনো যোগ্যতা কোনো ধারাতে।

আগাছার মত বাঁচি ধরাতে।

পারি না করিতে হালচাষ।

“কৃষক” পরিচয়ও আমার উচ্চ অভিলাষ।

মৎস্য ধরিয়া জীবনযাপন করে সে তো মৎস্যজীবী।

সাঁতার

————————————————————————————-

 

 কাল সারা রাত আকাশ কেঁদেছিল

 সারা রাত….  …..  …..

 মেঘে মেঘে ঢেকে গিয়েছিল আকাশ

 বজ্র বিদ্যুৎ গর্জনে চম্‌কে চম্‌কে উঠেছিল বারে বার

 ঘু্র্ণি হাওয়ার ঝাপটায় এলো মেলো বিপর্যস্ত হৃদয়

 দু’চোখ বেয়ে লোনা জল ঝরেছিল সারা রাত

 কাল সারা রাত

মামার পোষা তাগড়া ঘোড়া পাড়লো বিশাল ডিম;
চুপচুপিয়ে দেখছি ছুঁয়ে ডিমটা বেজায় হিম !
ঘোড়া দিলো ডিমে তা
ফুটলো শেষে গাধার ছা
সেই ছা বলে আমার দাদা হাট টিমা টিম টিম !

(১)
চোখ যদি হয় কাজল কালো
ঠোঁট দুুুুটোতে লাল
কেমনে তারে আসতে বলি
আজকে নয় কাল।
(২)
বুক ভরা ভালোবাসা
চোখ ভরা জল
ভালোবাসার মূল্য কেমনে
দিবি এবার বল।
(৩)
চোখদুুটো তার লাল হয়েেছেে
কি করে যেে হাায়
নাইবা পেলে মনের মানুুুষ
দিন গড়িয়ে যায়।
(৪)
তোমার চোখের কাজল হতেে
আমি চেয়েছি
ভালোবাসার কাঙাল,তাই
কষ্ট পেয়েছি।
(৫)
তোমার চোখেের ভাষা আমি
বুুুুঝতে

স্বামীদের কিছু অভ্যাস রয়েছে যেগুলো স্ত্রীরা একেবারেই অপছন্দ করেন। এ ব্যাপারগুলো তাদের প্রায়শই বিরক্ত করে। পুরুষদের ৪টি বিরক্তিকর অভ্যাস ও কিভাবে নারীরা সেটা জয় করবেন, সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের দেয়া সে ধরনের কিছু টিপস এখানে তুলে ধরা হলো:

 

ডেটিংয়ের সময় সঙ্গিনীকে অবহেলা

খুব

go_top