(১)
এ জীবনে শুধু তুমি
এ ভুবনে শুধু তুমি
এই অন্তরে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(২)
যৌবনে শুধু তুমি
বৃদ্ধাকালে শুধু তুমি
পরপারেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৩)
আশার আলোয় শুধু তুমি
নিরাশায়ও শুধু তুমি
কল্পনাতেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৪)
জোছনা রাতে শুধু তুমি
অমাবস্যায় শুধু তুমি
স্বত্ত্বা জুড়ে শুধু তুমি
ভালোবাসা