তারপর পঞ্চাশটা বছর কেটে গেছে–এক ছন্নছাড়ার জীবন কাটিয়ে এ গ্রাম,সে গ্রাম,এ বসতি, সে বসতি ঘুরে–কত কত বনে জঙ্গলে দিন কাটিয়ে এখন যেখানে সে এসেছে সে জাগার নাম তিন্তারি। বস্তারের ঘন জঙ্গলের মাঝে এ গ্রামের অবস্থান। বস্তার শহর এখান থেকে কম
——————————————————————-
পূর্ণিমার চাঁদ
দেখেছি গো আজ রাতে
অনিন্দ্য সুন্দর প্রিয় আকাশে ,
ঝুল চাঁদ ঝুলে
পাশাপাশি দু’টো
এক সাথে এক আকাশে ,
অদৃশ্য আলোক ছটা
কাছে টানে
রহস্য যাদুতে,
আকর্ষণে শিহরে
স্বদৃশ্য স্বরূপে
স্বপনে কাতরায় ,
কামের কাননে
গড়াগড়ি যায়
বিধূ-বদনী বালিকা বধু
বেনারসী বসনে,
বাতায়নে বসি বিনিদ্র বিভাবরী
বিষন্ন বদনে।
বাহিরে বাতাবী বাগিচায়
বায়স-বায়সী,
বকিছে বিরামহীন ব্যথিত বুলি
বধুর বক্ষে বিঁধে বড়শী।
বিগত বছরের বাইশে বৈশাখ
বিকেল বেলায়,
বেদন-বর্শা বিঁধেছিল বুকেতে
বরের বিদায়।
বিধায়, বিবেকে বিভ্রম
বিভীষিকা, বিমূরতা,
বায়স-বায়সী বলিছে বুঝি
বিবাসী বরের বিপদ বারতা।
বিলেতে বিরহিনী বাকে
বেবাক বিভাবরী,
বেহাল, বিধূত বিপথী বায়ু
বাজাইছে বিধুর
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা থ্রিজি লাইসেন্স পেয়েছে দেশের পাঁচ মোবাইল ফোন অপারেটর। দ্রুতগতির ইন্টারনেট আসবে হাতের মুঠোয়। এই স্বপ্ন দেখা মোবাইল ফোনের গ্রাহকরা হতাশ হয়েছে থ্রিজির ট্যারিফ দেখে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ বিটিআরসি বৃহস্পতিবার তিন বেসরকারি মোবাইল ফোনের অপারেটরের ট্যারিফ অনুমোদন