কত সুন্দর এ পৃথিবী
কত সুন্দর তার সৃষ্টি ,
শত চাওয়া, শত আশায়
ফুটফুটে নিঃপাপে করে আনায়ন।
কত কষ্ট তার গর্ভ ধারণের
কত গুলো দিন কত গুলো মাস,
সুনামীর চেয়েও বেদনাদায়ক
একটি পলকেই কত আনন্দ তার।
এক এক করে কতগুলো দিন
কষ্ট করে দাড়াতে শেখায়,
মেরুদন্ড যখন শক্ত হয়
পেছন ফিরে