Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

 

 

বুঝিনা নারীর মন,

বলে বন্ধু ভাবিনা তোমায়…

তবু আড় চোখে তাকায় যখন তখন।

তাকানোতে দোষ নেই কিছু,

তবু কেন ঘৃণা আমায়…?

যখন হেটে চল আমার পিছু পিছু।

: মা- মনিরদের ঘরে ছোট একটা বাক্সের মত কথা বলে গান কয় সেটা কি ? :ওটার নাম ক্যাসেট । :ওটার ভিতর কথা কয় কারা ? ওটার ভিতর কি ছোট ছোট মানুষ আছে নাকি ? :হ্যা ওটার পেছনে ছোট ছোট মানুষ

‘বাহ্, বাহ্ কি চমৎকার নাচ! এমন নাচ আমি জীবনেও দেখিনি! হ্যা, নাচো ইঁদুর ভাই, নাচো। ফাঁকে দাঁড়িয়ে এতক্ষণ তোমার নাচই দেখছিলাম। কী সুন্দর নাচ তোমার! নাচের তারিফ না করে পারলাম না,’ এক বুড়ো বিড়াল ঝোপের ফাঁক দিয়ে মাথা বের করে

কাঠবিড়ালি
বন্ধু হবি,
কুটুস কাটুস
এটা খাবি,
ওটা খাবি; আর
এদিক ওদিক পালাবি!!
এ গাছে ও গাছে
তিড়িং বিড়িং
লাফিয়ে বেড়াবি!
আমায় দেখে!
পাতার ফাঁকে
আঁড়ালে হারাবি,
তা হবে না
তা হবে না;
আমাকে তোর বন্ধু কর
ভয় নাইরে ওরে তোর;
পিছন পিছন দেব দৌঁড়
কেটে যাবে রাত ভোর।
লুকোচুরি খেলবো দুজন
সুরে সুরে গাইবে কূজন,
খাব মিলে, যা পাব
এক

 স্কুল জীবন শেষ করে আজ কলেজে পা রাখলাম। যাদের সাথে দশটি বছর লেখাপড়া করলাম, তাদেরকে ছেড়ে আসতে খুবই কষ্ট হয়েছে। তবুও আসলাম। তারা কতইনা আপন ছিল আমার। কত জায়গায় ঘুরেছি তাদের সাথে। স্কুলের বন্ধুদের মধ্যে কাশেম, নজরুল, আরাফাত

বিজয় দিবস ১৬ই ডিসেম্বর বাংলার হল জয়
লক্ষ প্রাণের মূল্যে ইতিহাস তাই কয় ।

মা বোনের দেহো ওরা নিলো লুটে
নিজেদের প্রাণ বাঁচাতে নিলো সব গুটে ।

বাংলা মায়ের ছেলে ওরা এতো যে সাহসী
জানতোনা পাক হানাদার মানব-মানসী ।

প্রাণের ভয়ে পালালো সব বাংলা ছেড়ে… ।
বাংলার

ছুটতে ছুটতে ধরতে চেয়ে মেঘ

অসীম শূন্যে হারাই আবেগ

বুঝতে বুঝতে বোঝাই হল সারা

হয়তো তাতেই হলাম দিশাহারা

বলতে বলতে থামতে হতো যত

কথার মাঝে হারাবো আর কতো

হাঁটতে হাঁটতে হয় না যাওয়া আর

সময় হয় শুধুই ফিরে আসার ।

আজ কাব্যে আমার মন নেই
আমার মন আজ অতীত ফেরত চায়
অতীতে ফেরার পথ-তো বন্ধু আমার জানা নেই
কি করে আমি অতীত ফেরত দেব?
কি করে আবার দিনাজপুরের লেবু বাগানে
বানামীনির সাথে ভালবাসা ভালবাসা খেলব?

কত আপন ছিলাম আমি আর বেনামীনি
মাঝখানে কতগুলো অতীত এসে ঢুকে গেল
আর

বাঁচবো বলে
মিলন বনিক

বাবুই পাখির নীড়টি কেবল
হাওয়াই নড়ে চড়ে ,
রাস্তার ধারে রূগ্ন শিশু
ধুকে ধুকে মরে।

আহার নেই তার যাবে কোথায়
ফুটপাতে যার বাসা ,
নীল আকাশের ছায়ায় কেবল
বাঁধছে বুকে আশা।

কলের গাড়ী যাচেছ চলি
একটি পয়সা ফেলবে বুঝি,
থামছে নাতো গাড়ীর চাকা
কুকুর সনে খাবার খুঁজি।

গগন চুম্বী দালান

(আমার স্ত্রী গত এক মাসে যে sms গুলো পাঠিয়েছে তাতে মনে হল সেও কবি হয়ে উঠেছে,যা আগে টের পাই নি, তার কয়েকটি sms এক করে নাম দিলাম – “বধুর চোখে জল”। শুধু তারিখটা আমি সংযোজন করলাম)

(০১)
আমার জীবন হল
দুঃখ

go_top