* যার মাঝে বিনয় ও দয়া নেই সে তো মানুষ নয় *
* কষ্ট ও বিপদ স্রষ্টাকে স্মরণ করিয়ে দেয় আর সুখ শান্তি স্রষ্টাকে দূরে ঠেলে দেয় *
* মিথ্যা মানুষকে তুচ্ছ ও অপমান করে *
* অসম্ভব আকাঙ্খার পিছনে ছুটলে জীবন
তব নির্জন নীড়ে
অথবা হাজার কাজের ভিড়ে,
কভু যদি মোরে
সহসা মনে পড়ে;
তবে নহে বার বার
শুধু একবার
স্মৃতির জানালা খুলে
ভারী পর্দাটা তুলে
দেখিও নীরব নয়নে
চেয়ে মোর পানে।
মোর কথা ভেবে
হৃদয় ওঠে কেঁপে
যদি কোন ক্ষণে,
তখনি মনে মনে
দিও ক্ষমা করে
বক্ষ উজার করে।
যদি রাগে-অনুরাগে
মোর কথা জাগে;
তোমার হৃদয়ের তটে
বসিয়া হৃদয়
আলো চাও না আগুন চাও
চেরাগের কাছে হাত পাত,
জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করিবে
নাকি আলোর অনুগত।
হাতে তোমার মোটাসোটা
শক্ত পোক্ত লাঠি,
কারো মাথায় চালাতে পারো
নতুবা দিবে খুঁটি।
কলমের কালিতে লিখবে নাকি?
গল্প-উপন্যাস-কবিতা,
উৎকোচের লোভে দিতে পারো
ফাইলে নিবের যাতা।
চামড়ায় গড়া তোমার মুখ;
পারো সত্য ভাষণ,
ইনিয়ে বিনিয়ে রঙ্গ মাখিয়ে
করিতে পারো তোষণ।
রাজনীতিবিদ হতে