Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

* যার মাঝে বিনয় ও দয়া নেই সে তো মানুষ নয় *

* কষ্ট ও বিপদ স্রষ্টাকে স্মরণ করিয়ে দেয় আর সুখ শান্তি স্রষ্টাকে দূরে ঠেলে দেয় *

* মিথ্যা মানুষকে তুচ্ছ ও অপমান করে *

* অসম্ভব আকাঙ্খার পিছনে ছুটলে জীবন

ডিএনএ কী? ১৪তম পর্ব, ভ্রুণ কী ভাবে বর্ধিত হয়? STEM CELL ও CLONING কী?(২)।

Sir John B. Gurdon
জন্ম: ১৯৩৩, Dippenhall, United Kingdom

Shinya Yamanaka
জন্ম: ১৯৬২,Osaka, Japan

এরা দুজনে মেডিসিন বা ফিজিওলজিতে নোবেল বিজয়ী হন ২০১২ সালে।
কী আবিস্কার করেছিলেন তারা? তারা উভয়েই

——————————————–
 
 
 
 সুখ পদ্ম জলে ভাসে
 মনে ভাসো তুমি
 হৃদয় আমার ঝিনুক মুক্তো
 হিরের চেয়ে দামী , 
 
 
 ভাসছে আমার হৃদয় ওগো
 তোমার রূপের বানে
 জ্যোৎস্না রাতে ঘুম আসে না
 জাগি চাঁদের  সনে,
 
 
 আমি তোমার মজনু ওগো
 তুমি তাতো বুঝলে না
 ফুলের গায়ে বিধঁলে  কাঁটা
 কষ্ট কেমন জানলে না,  
 
 
 সুখের কাব্যে দুঃখ থাকে
 দুঃখের পদ্যে সুখ
 চোখে

তব নির্জন নীড়ে
অথবা হাজার কাজের ভিড়ে,
কভু যদি মোরে
সহসা মনে পড়ে;
তবে নহে বার বার
শুধু একবার
স্মৃতির জানালা খুলে
ভারী পর্দাটা তুলে
দেখিও নীরব নয়নে
চেয়ে মোর পানে।
মোর কথা ভেবে
হৃদয় ওঠে কেঁপে
যদি কোন ক্ষণে,
তখনি মনে মনে
দিও ক্ষমা করে
বক্ষ উজার করে।
যদি রাগে-অনুরাগে
মোর কথা জাগে;
তোমার হৃদয়ের তটে
বসিয়া হৃদয়

আমি এর আগে ভেবেছি আমার জীবনের ঘটে যাওয়া রোমান্টিক ঘটনা নিয়ে কিছু লিখবো । কিন্তু দ্বিধা দন্দে তা আর হয়ে ওঠেনি । হতে পারে আমার সাবকন্সাস মাইন্ড এটা মেনে নিতে পারেনি । তবে ইচ্ছেটা বরাবরই ছিল । সেই ইচ্ছে থেকেই

আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের
চাদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর

পৃথিবী তোমাদের কে চায়
আর নয় নিষ্ফল ক্রন্দন
সুধু নিজের স্বার্থের বন্ধন

খুলে দাও জানালা
খুলে দাও দরজা
কর তুমি পৃথিবীতে
সবার সাথে
মায়ার বন্ধন

ধরনীর ধুলি হার পরে নাও
করে নাও ভাতৃত্বের ই বন্ধন

ওগো প্রিয় মোর
খুলে দাও

তোমার ঐ দুটি চোখ
বিধাতার লেখা এক কাব্য;
হাতছানি নয় ইশারায় ডাকে,
জাগিয়ে তোলে তারুণ্য।

নীল চোখে স্বপ্ন দেখাও-
নীলিমায় দিবানিশি;
দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়,
একে দিলে কোন ছবি !

চঞ্চল চোখে ওগো মায়াময়ী,
বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?;
ও চোখে কেনো দূর্বার নেশা-
জানে কি তোমার আমি?

~ নীলকন্ঠ জয়
০২/০৯/১৩ইং

মা- যে আমার অতি প্রিয়
জন্ম ভূমির মতো ,
এ মাটিতে ঘুমিয়ে আছে…
মায়ের ছেলে শতো ।

মা- যে আমার অতি প্রিয়
যেমন প্রিয় কাবা,
যুদ্ধে নিহত সকল যোদ্ধা…
প্রিয় আমার বাবা ।

আলো চাও না আগুন চাও

চেরাগের কাছে হাত পাত,

জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করিবে

নাকি আলোর অনুগত।

হাতে তোমার মোটাসোটা

শক্ত পোক্ত লাঠি,

কারো মাথায় চালাতে পারো

নতুবা দিবে খুঁটি।

কলমের কালিতে লিখবে নাকি?

গল্প-উপন্যাস-কবিতা,

উৎকোচের লোভে দিতে পারো

ফাইলে নিবের যাতা।

চামড়ায় গড়া তোমার মুখ;

পারো সত্য ভাষণ,

ইনিয়ে বিনিয়ে রঙ্গ মাখিয়ে

করিতে পারো তোষণ।

রাজনীতিবিদ হতে

কিছু দিন পূর্বে আমি ও আমার দুই বন্ধু আলম স্যারের নিকট প্রাইভেট পড়তে গেলাম। আমি স্যারের পাশে বসলাম। আর আমার দুই বন্ধু রনি ও জনি বসল স্যারের সামনে। স্যার আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। আমার একটা অভ্যাস আছে তাহলো পড়ার সময় পা

go_top