আমি দীন হীন দেখিতে কুত্সিত নোংরা দুটি কর
ঘৃণায় সকলি হয়েছে বিমূখ করেছে মোরে পর
কত জন পাথরে গড়েছে মন
সত্য ত্যাগিয়া অসত্যের পথে ব্যস্ত সর্বক্ষণ ।
হালাল ছেড়ে হারাম ভক্ষণ অনায়াসে ভেবে মধু
পূন্য কর্ম লাগে জ্বালাময় অন্যায় করে শুধু
চিত্তে নাই কভু পরোপকারের চেতনা
পর