দেহের সৌন্দর্য বৃদ্ধিতে ট্যাটু বা উল্কির প্রচলন বেশ আগে থেকেই চলে আসছে। হলিউড-বলিউড কিংবা রেসলিং তারকাদের ড়্গেত্রে এর প্রচলনটা একটু বেশি; কিন্তু বর্তমানে আমাদের দেশের মডেলরাও তাদের ফ্যাশনের আনুষঙ্গিক হিসেবে ট্যাটু ব্যবহার করছেন। সাধারণত দুটি উপায়ে ট্যাটুর ব্যবহার করা হয়।