Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি আছ সুখে,
আমি আছি দুঃখে।
তোমার দিনগুলো কাটছে
আনন্দের মাঝে।
আমার দিনগুলো কাটে,
বিষন্নতায়।
তুমি স্বামী, সংসার নিয়ে ব্যস্ত।
আমি নিসঙ্গ জীবন নিয়ে
বেঁচে আছি।
এভাবে হাসি আনন্দে
তোমার দিনগুলো কেটে যাবে।
আর আমি!
তোমার স্মৃতি নিয়ে
ধুকে ধুকে মরে যাব।

.

 

মায়ার বনে মায়া হরিণী লুকোয় লাজের ঝোপে
ডাগর কাতর নয়ন দু’টি হেরি হৃদয় কাঁপে
সবুজ পত্র পল্লব ফাকে মোরে চেয়ে চেয়ে দেখে
কি যে মায়া স্নেহ ছায়া আহা ঐ দু’টি কাতর চোখে
শুধুই কাছে টানে মোরে অদৃশ্য মায়া যাদু বাণে
হৃদয় উথলে উঠে আহা আবেগে

সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে হাঁটছিলাম আপন মনে। একটি দেশি কুকুর আবর্জনার স্তূপে খাবার খুঁজছে। খবই সাধারণ একটা দৃশ্য। কিন্তু যে জিনিসটা আমাকে কষ্ট দিল সেটা হল কুকুরটির পেছনের পা দু’টো ভাঙ্গা। অনেকটা ঝুলে থাকার মত অবস্থা। সামনের দু’টো পা দিয়ে সে

বলি, এখনি সময় সহজ হওয়ার
মুখটাকে সর্বক্ষন ধুমায়িত কফি মগ বানিয়ে রেখ না।
ছোঁয়াগুলোর পাশে থাক না হয়;
দেখবে দেহে মনে নেমে আসবে শীতভোর।
আমি জানি, তোমার আকাশে পাখিরা উড়ে না,
একফুটো শুভ্র জলও নেই তোমার সমুদ্র চোখে;
চোখ নীল জলে টইটুম্বর,
চুয়ে চুয়ে পড়ে যেনো আমার

“সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে

আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে।

মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে-

ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে।”

—সুকুমার রায় রচিত ছড়ার অংশবিশেষ।

 

আজ ৩০ অক্টোবর, বাংলার ‘ননসেন্স’ সাহিত্যের জনকের ১২৬ তম জন্মদিন। ভাগ্যিস এই দিনটা ছিল।

তানপুরাটা ভেঙ্গে গেছে
আর কখনো বাজবে না
ছুয়ে দেখি সুর গুলো ঘুমিয়ে আছে
কাঁদছে আমার গান গুলো

ফাকা ঘরে টুনটুনিয়ে
আর যে কেও গান গাইবেনা
ভোর হলে
মধুর সুরে সারগাম আর বাজবেনা

ঝন ঝনিয়ে

পূর্ব প্রকাশের পর

আশফাক দরজা খুলে ভিতরে পা রাখতে থমকে দাড়িয়ে পড়ল। হিংস্র গলায় চিৎকার করে কে যেন বলছে হা আমি  তোর্ মাকে মেরেছি,,বাবাকে মেরেছি,আজ তোর্ পালা ,তোর্ রক্ত দিয়ে গোসল   করে শেষ প্রতিশোধ নিব, বলে ভিম গলায় হু হি   হা

থাকলে তো ‘বা’ না করেন না
বড়ই দয়ার শরীর
আসল কথা নাইযে কিছুই
ভরসা তাই ‘হরি’র।
কার আছে ‘বা’ এই দুনিয়ায়
অগাধ ভালবাসা
মাচাঁন ভরা লাউ সীম আর
কিংবা পটল শশা ?
আসলেই কি থাকলে দিতো ?
প্রশ্ন ওঠে মনে
‘কেউ দেয় না, কেউ দেয় না’
বলছে জনে জনে।
তবু , ‘থাকলে

এদিকে সাথীর পড়াশুনা খুব ভাল চলছে না । স্কুলে পাঠায় না যদি পালিয়ে যায় সে ভয়ে । প্রাইভেটে যায় মুন্নীর সাথে আসেও এক সাথে । বডি গার্ড হিসেবে মুন্নী সর্বদা নিয়োজিত । স্বয়ন অসহ্যে আল্লাহর কাছে প্রার্থনা করল ,
হে আল্লাহ

go_top