চোখ দিয়ে তাকিয়ে
মুখ খানি বাড়িয়ে
শীষ দেয় ইশারায়–
ভালো কি মন্দ বোঝা বড় বেকায়দায়-?
ঠিক রাত দুপুরে
কুকুরের পাহারায়
বসে আছি দুজনে—
পুকুরের কিনারায়।
একেতে বর্ষাকাল
তার উপর টিনের চাল,
বাধিয়া রাখিয়াছে তাই
প্রেমিকার খালাতো ভাই।
ঝোপ বুঝে কোব দেব
ধরা যেন নাহি খাই
থর থর বুকটা
এই বুঝি দেখে যায়
মানসম্মান সবই যায়
হাতে নাতে