সাথী বলল ,
তুমি কেঁদনা , আমি সহ্য করতে পারিনা ।
আরে পাগল আমি আন্টির বাড়িতে দাওয়াত খেয়ে চলে আসব । কিছুই নিবনা আমার জামা কাপড় চশমা ব্রাশ ঘড়ি সব কিছু রেখে যাচ্ছি । তুমি কথা দাও আমি মরে গেলেও তুমি দ্বিতীয়
Top today
বৃষ্টির মতো ঝরছে কত চোখের পানি
অশ্রুবন্যার থইথই জলে হবে অথই সাগর–
মহাতরঙ্গে ভেঙেছে মিরসরাইয়ের কূল
তোরাবের মাঠে আজ আবির্ভূত কারবালা–
কেয়ামতের দুর্যোগ
ঘরেঘরে চলছে আপনহারার আহাজারিকাঁদন
সেই বুকফাঁটা কান্নায় কাঁপছে বোধহয় থরথর আরশতল–
শোকের কাফনে ঢাকা আজ সরাইনগরী।
হে ভগবান! আল্লাহ্ আমার! দিকেদিকে ঈশ্বরের ডাক
আজ তোরাবের মাঠে-ঘাটে-রাস্তায়