Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ঘুমন্ত সরকার রসাতলে দেশ তো
সাধারণ জনগণ বলে আহা! বেশ তো।
মন্ত্রী এমপি আতিপাতি নেতাগণ,
খায় খায় শুধু খায় ভোগে শুধু জনগণ।
নাই হাসি, নাই সুখ মানুষের চিত্তে
নেতাগণ সারাদিন বলে যায় মিথ্যে।
চাই শুধু শান্তি, চাই নাতো দুঃখ
মেনে নেও নেতাগণ জনগণই মুখ্য।

-মহামতি চন্দ্রমুখী দেবী,এতক্ষণ যা শুনলেন বাস্তবতার সাথে তার কোন মিল নেই।যদি কারও জীবনের সাথে মিলে যায়,তাহলে লেখক দায়ী নয়।
চন্দ্রার বেশ রাগ উঠছে।ছেলেটার মাথায় কি সমস্যা আছে নাকি?-ফাযলামি করবেন,করেন,তাই এসব বিষয় নিয়েও?এটা আপনি ঠিক করেন নি।
-ফাযলামিতো ফাযলামিই,এত সিরিয়াসলি নিচ্ছ কেন?
-সবকিছুর একটা

যতো খেলাই করো না তুমি
বল যতোই কথা
সেরা দুটি খেলা হল
আহার আর যৌনতা।

মানুষের যতো কিছু অর্জন
সভ্যতার যতদূর আগমন
সব কিছুর মূলে দেখি
এ দুটি কারণ।

মানুষ যে প্রথম মানুষ ভালবেসেছে
মানুষ যে প্রথম মানুষকে মেরেছে
আহার আর যৌনতাই
তার মূলে রয়েছে।

আজ যে সাড়ে চার বিলিয়ন টন
খাবারের বার্ষিক

আমি তোমাকে নিয়ে ভাবছি সারাক্ষন
তুমি আসোনা সেফালী কেন এখানে ,
ভয় পাও নাকি  তুমি আমায়
তাই ভাবিয়া না হয় নেবো আমার কথা মেনে ।

এখন ও আসো তুমি এ পথে
ভেবে নেবো না হয় আসো ভূল করে ,
ভূলে ভূলেই কি তোমার পথ চলা
ভূল করেই

দূর আকাশে মেঘের ডানায় ওড়ে রঙিন ঘুড়ি
দেখে যেন মিষ্টি হাসে দুষ্টু চাঁদের বুড়ি….।
পাখির গানে নিঝুম বনে সন্ধা যখন নামে
খুকু লেখে মায়ার চিঠি হলুদ রঙের খামে
লাল সবুজের আল্পনাতে আাঁকে মায়ের ছবি
কষ্ট কথার কাব্য লেখে মস্ত যেন কবি
আকাশ পাড়ায় কান পেতে সে

(১)

 

আমি

 

যখন ডাকবে তুমি আবার আসবো

যেটুকু বুকের মাঝে অভিমান জমা আছে

সেটুকুই তো শুধু ‘আমি’ !

 

(২)

 

বোরখা

 

নির্বাপণ বলো না–

যেটুকু গোধূলির আলো লেগে আছে দেখে নিতে দাও শেষ বার

প্রিয়ার মুখখানি…

সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার

বোরখা–

আবার সকাল হবে কবে ?

 

ভাল আছ নিশ্চয় ?

থাকো , কোন হিংসা নেই এ চিত্তে
সুখের ঢল নামুক তোমার জীবন বৃত্তে ;
যে আশ্বে নরক ত্যাগিয়ে গিয়েছ স্বর্গে
সকল স্মৃতি ঠেলে দিয়ে মর্গে ।

তা পূর্ণ যেন হয়

জীর্ণ কুটিরে বসত অজস্র যাতনার
অভ্র চুম্বি কেল্লা যেন সুখের পাহাড় ;
বড় বেশ

বৈশাখের তীব্র খাঁখাঁ রাস্তাঘাট জনবিরল, বড় রাস্তার ওপর এই বিরাট পাঁচতলা বাড়িটাও যেন ঝিমোচ্ছে, দরজা জানলা সব বন্ধ, নিশ্চুপ, নিস্তব্ধ। শুধু দোতলার একটা ঘরে অনামিকার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে বারকয়েক এপাশ ওপাশ করে উঠেই পড়লেন। খাটের পাশেই দেওয়ালে লাগান

আমি যুদ্ধ পরাজিত সৈনিক,
পুজী খুঁয়ে নিঃস্ব বণিক।
আমার হাতে শূন্য ঝুড়ি,
কাঁধে সিন্দাবাদের বুড়ি।
তাকিয়ে থাকি বহুদুর,
তবু ঝাপসা দৃষ্টি নুর।
আমি সারেং অকুল পাথারের,
হারিয়ে যায় ধ্বনি হাহাকারের।
আমার হৃদয়ে সন্তান হারানোর অনুভূতি,
অশ্রুজলের নেই বিরতি।

দাঁড়িয়ে থাকি-তুলিতে রঙ মাখা,
ক্যানভাস নেই তাই হয় না আঁকা।
আমি নেতার একনিষ্ঠ শ্রোতা,
ভুলে

একটি দুটি দেশ ছাড়া বাকী বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তরতর করে সার্বিক উন্নয়নের পথে, তখন আমরা ক্রমাগতভাবে পিছিয়েই চলছি । মানুষ অন্ধকারে চলতে যেমন পথ খুঁজে পায়না, আমরাও ঠিক তাই । বিশ্বের উন্নত দেশগলো সমৃদ্ধির পথে যেভাবে এগিয়ে গেছে, সেপথই

go_top