Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

একটি কবিতা উপহার

: | : ০১/১১/২০১৩

হুমায়রা মনে আছে কি তোমার ?
দিয়েছিলে একটি কবিতা উপহার
এটাই ছিল তোমার প্রথম ও শেষ রচনা
মোর প্রেম শিখাল তোমায় কাব্য লেখার মন্ত্রণা
তোমার কবিতা তোমাকে পড়তে বললাম
তাই তো সেটাই কপি করে লিখলাম ।

ভালবেসে তোমায় বুকে দিয়েছি ঠাঁই
তুমি ছাড়া এ মনে আর কেহ নাই
আমি যে তোমার হয়েছি মনের মালিনী
তুমি বিনা আমি বড় অভাগিনী ।

এ হৃদয় মাঝে শুধু তোমার কলতান
তোমাকে ছাড়া অচল এ মন প্রাণ
তোমার আত্মা আমার আত্মা নয় ভিন্ন
আমি শুধু তোমার তুমি আমার জন্য ।

দু’জনে ফুটাব প্রেমের কলি
শত কষ্টেও এক সাথে যেন চলি
হে প্রিয় তুমি আমার নিঃশ্বাস
বাঁচার একমাত্র অনুপ্রেরণা আর বিশ্বাস ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top