প্রিয় তোমার স্মৃতিগুলো ।
আমি আজো বসে থাকি
সেই পরিচিত বকুল তলায়
তুমি আসবে বলে নয়
তোমাকে নিয়ে সেই মিষ্টি মিষ্টি
স্মৃতিগুলোকে চোখের সামনে আনতে
মনের সামনে আনতে ।
মেঘ যুক্ত ঘুমন্ত চাঁদরে আলোয়
আরো বেশী করে
মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে ।
আমি আজো বসে থাকি
সেই পরিচিত বকুল তলায়
বকুল ফুলের গন্ধে
তোমার আলতো পায়ে
পিছু পিছু এসে
আমাকে জড়িয়ে ধরার কল্পনার
স্মৃতি গুলোকে চোখের সামনে আনতে
বসে থাকি সেই অপেক্ষাগুলোকে
অনুভব করার জন্য …..
তোমার একটা ছোট্ট
চিঠি পাবার অপেক্ষা,
চিঠি দেওয়ার সময়
তোমার হাতের ছোট্ট আঙ্গুলে
ভুলে অল্প স্পর্শ লেগে যাওয়ার অপেক্ষা….
আমিনা ঐটুকু স্পর্শেই
শিতের রাতে ঘামে সিক্ত হতাম
তোমার উষ্ম আলিঙ্গনের শিহরনে
আমি তোমার স্মৃতিগুলোকেই
বেশী আগলে রাখি
তোমার বাস্তব পদচারনার চেয়েও বেশী…!
ঐসময়কার ব্যকুলতায়
সাগরের উম্মাতাল ছন্দ ছিলো
না দেখেলে পাগল করা
দেখার আকুতি ছিলো অতিপ্রাকৃত
আজো অপেক্ষা করতে ভালো লাগে
তাই বসে থাকি
সেই পরিচিত বকুল তলায়
তুমি আসবে বলে নয়
তোমাকে নিয়ে সেই মিষ্টি মিষ্টি
স্মৃতিগুলোকে চোখের সামনে আনতে
মনের সামনে আনতে……।
রচনাকাল ০১/১১/২০১৩ ইং (রাত ১০.৩০ মিনিট)