Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভাবনা যেদিন শিশির বিন্দু

: | : ০১/১১/২০১৩

কিলবিল শব্দরা ভাবনার শহরে কর্কশ হাক ছাড়ে –
কিন্তু অপ্রত্যাশিত ম্যাজিকে সে লাপাত্তা দূরগামী নেশায়.
যেথায় আনন্দরা হলদে কদম হয়া উঁকি মারে ;
বিলুপ্ত নগরীর ঘুমহীন শালিকটা গানের নামে গল্প কয়ে ঠকায়,
অতঃপর শাদা শাপলা তার জন্য ঘুম ছাড়াই স্বপ্ন ফেরি করে !

তবুও এক ধূসর ভোরে সহস্র ক্যাচালের ভয়ে ভাবনা হয়া যায় শিশির বিন্দু,
সেদিন’ই হবে হয়ত’বা –
সবুজ শাড়িটা গায়ে জড়ায়ে শান্তি ফেরার হয় মৌনতার সন্ধানে !

৫.৯.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top