Top today
মাকড়সা
আট পায়ের মাকড়সা
থাকে ঘরের কোনে ,
ঘুরে ঘুরে নিজেই সে
নিজের বাসা বোনে ।
শিকার করে মশা মাছি
আরো হাজার পোকা ,
জালে পরলে রেহাই নেই
যতোই হোক চালক চতুর বোকা ।
নিজ সুতোয় নিজেই বুনে –
অতি সুক্ষ জাল ,
সেইজালে পড়লে ধরা
তোমার হবেই শেষ কাল ।