Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

বাফারিং…বাফারিং…

: | : ০২/১১/২০১৩

বাফারিং… বাফারিং…

মহাকালের চাকা ঘোরে,

স্ক্রীনের দিকে চেয়ে আছে আব্দুল মতিন ।

কতদিন পর কথা হবে ফের

বন্ধুর সাথে, আহা কত দিন পরে…

ফেসবুকে চ্যাট হবে, কথা হবে স্কাইপিতে ।

উদগ্রীব, উৎকন্ঠিত চোখ

গলার কাছে উঠে এসেছে যেন

টেনিস বলের মতো হৃৎপিন্ড

ঢিপ…ঢিপ…ঢিপ…

ক্রমাগত চলছে কাউন্ট ডাউন ।

 

কত দিন পর কথা হবে ফের

বন্ধুর সাথে, আহা কত দিন পরে…

 

এখন এক একটি সেকেন্ড যেন

এক একটি মহাকাল

মনের আকাশে কত চাঁদ ডোবে আর ওঠে,

কত শত প্রক্ষিপ্ত বীজ থেকে উৎক্ষিপ্ত হয়

সুবিশাল মহীরুহ ।

কত গ্রীষ্ম-বর্ষা-শরৎ যেন আসে…

ক্রমাগত…

বাফারিং…বাফারিং…

মহাকালের চাকা ঘোরে

অবশেষে চাকা থামল যখন

সার্ভার নট ফাউন্ড…

মনক্ষুন্ন আব্দুল মতিন

ট্রাইস এগেইন…

আবার শুরু হয় অপেক্ষার পালা

কখন থামবে চাকা, কখন যে কানেকশন !

ঢিপ…ঢিপ…ঢিপ…

অনবরত চলছে কাউন্ট ডাউন ।

 

বাফারিং…বাফারিং…বাফারিং…

লটস অভ সাফারিং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top