বিবাগী এক বিশাল আকাশ
তোমার আকাশ অনেক ছোট, অল্প কিছু তারা মিটিমিটি জ্বলে শুধু
কেতকীর বনে অন্ধকার কাটে না, বরঞ্চ আরো কিছু গাঢ় অন্ধকার
শাল মহুয়ার বনে জেগে থাকে জয়নুলের স্কেচের মতো
পুলি পিঠা যেন বাঁকা চাঁদ, আলতো করে লুকায় বড়ো মেঘটার ফাঁকে
দক্ষিণের জানালা খোলা ছিল বলে অর্ধনগ্ন কিছু বাতাস ঢুকে পড়ে
চিহ্ন দিয়ে রাখা উপন্যাসের পাতাগুলো এলোমেলো করে
অনন্তর শ্যাম্পু করা দু একটা চুল ইতস্তত: উড়ে তোমার গালে পড়ে।
নিত্যদিনের চক্র ভেঙ্গে চলে যদি আসতে পারো ভবঘুরের ডেরায়
বিবাগী এক বিশাল আকাশ অষ্টপ্রহর পাবেই তুমি পাবে
শুকতারা নয় সুখতারাটার ঠিকানা দেব বলে, খুঁজে নেবে
কোনো এক শুক্লপক্ষের রাতে, গোল আয়নার মতো চাঁদটাকে
বলে দেব তোমার বিম্ব যেন দেখায় তোমাকে, জোস্নার রুপালি সাগরে
সাঁতার কেটে কেটে অবশেষে যখন তুমি ক্লা্ন্ত হবে রাত্রির পটে
বিস্তীর্ণ তৃণভূমির মতো ভালোবাসার জৈব সারে ঋদ্ধ এ বুকে
ঘুমিয়ে পড়বে তুমি গোলাপ কুঁড়ির মতো, পৌঁছবে স্বপ্নলোকে ।