Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“মিথ্যের উল্লাস”

: | : ০২/১১/২০১৩

মিথ্যেরা সব উল্লাস করে
আকাশ-বাতাস কাঁপিয়ে।
সমস্বরে জয়ধ্বনির কোরাস তুলে
দু’আঙ্গুলে বিজয় চিহ্ন উঁচিয়ে।

তল্লাটে তল্লাটে মিথ্যের বিজয় পতাকা
দম্ভের হাওয়ায় দোলে।
শোভিত বিজয় মাল্য
মিথ্যের কৃষ্ণ বরণ গলে।
অহমের উজ্জ্বল প্রতীক
চর্বি ঠাসা মিথ্যের বিলাসী গতর।
আড়ালে থাকে মিথ্যের দুর্গন্ধ
গায়ে ফরমালিনের আতর।

সাম্রাজ্যের চিরস্থায়ী বন্দোবস্ত
সুপরিকল্পিত মিথ্যের আগাম বাজেট।
যেন ধ্বসে না পরে মিথ্যের অট্টালিকা
পাথরের গাঁথুনি নিরেট।

বুক ফুলিয়ে মিথ্যের পদধ্বনি
প্রকাশ্য আলোয় মিছিল।
যেন দখলদারিত্বের দলিলপত্র
রাজ্য দখলের প্রমাণ দাখিল।

মিথ্যে সে তো আজ বিজ্ঞাপনের মত জায়েজ
নির্বাক অথবা সবাক উপস্থিতি।
দিবা-নিশির সবটুকু কিনে নিয়েছে যেন
এতোটুকু নেই মিথ্যের বিরতি।

মঞ্চে মিথ্যের দাম্ভিক উপস্থিতি
খোঁচা দাঁড়িতে পর্দার পিছনে সত্য বিধ্বস্ত।
যে সত্যকে কখনো বয়স ছুঁতে পারে না;
তবুও আজ সত্যের চেহারায় পৌঢ়ত্ত্ব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top