Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সময় শোধ নেবে

: | : ০২/১১/২০১৩

 

 

ঢিল মেরে আহত করা খুবই সহজ একটা ব্যাপার
পাথর মেরে কাউকে রক্তাক্ত করা ও তেমন কোন ব্যাপার নয়
বহু পাগল এসব পাগলামি করে আনন্দ পায়,
ছোট খাট ব্যাপার নিয়ে খুন করার ঘটনা ও তো এখন
অহরহ ঘটছে হাটে মাঠে পথে প্রান্তরে রাজপথে সবখানে,
এক একটি ঢিল,
এক একটি মৃত্যু
কত গুলো জীবনকে যে রক্তাক্ত করে
সে যদি তুমি বুঝতে
তবে নির্বোধের মত কোনদিন
ঢিল মেরে আহত নিহত করে
অহংকার করে বলতে না
“আমিই খুনি”
কে কি করে দেখি ?

 
কেউ কিছু করবে না
কাউকে কিছু করতে হবে ও না
সময় সময়ের শোধ নেবে
সময়ের শোধ বড় শোধ
কেউ কোন দিন করতে পারেনি প্রতিরোধ।

 

কাঁচের ঘর ও খুব একটা নিরাপদ আশ্রয় নয়
কাঁচের ঘর থেকে ঢিল মারলে কাউকে
সে শুধু ঢিলের আঘাত পায়
পাল্টা ঢিলে কিন্তু শধু ঢিলের আঘাত নয়
কাঁচ ঘর ভেঙ্গে সহস্র ধারালো কাঁচের টুকরোর আঘাতে
সোনার শরীর রক্তাক্ত হয়।

 

অতএব সাবধান মহাশয়
কাঁচ ঘর কোন নিরাপদ আশ্রয় নয়
কাঁচ ঘরে বাস করে ঢিল মারতে নাই।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top