Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই দেশ চাই

: | : ০২/১১/২০১৩

সবাই হারিয়ে যায় যখন সে পরিপূর্ণতা পায়
কিংবা এমন কিছু যা অন্যকে আশা জাগায়,
যা কখনও পরিপূর্ণ হবার নয় বা হবে না কখনও
আশ্বাস আর পথ দেখায় সবাই,
কিন্তু ক’জনা পথ চিনিয়ে নিয়ে যেতে পারে?
কেউ পারে না কিংবা পারলেও করতে চায় না,
ভয় হয়, বেদনা সত্যই মনকে কুড়ে কুড়ে খায়, নির্জনেতে…
আলো ফুরালেই তাই আঁধার নামে নিজের অজান্তে।

হোক আবার যুদ্ধ আজকের এই দেশ আর দেখতে চাই না
যাক এ প্রাণ বেদনা নেই কিংবা সুখের আশা,
পান্তা ইলিশের দেশটা দেখব সবাই মিলে
আমি নেই কি হয়েছে আমারই তো ভাই বোন থাকবে মিলেমিশে
আগের দুধে ভাতে,
মন খুলে হাসবে থাকবে না কেউ কোন আতংকের ভয়ে।

বাবা-মা তার সন্তান ঘরের বাইরে যেতে করবে কোন ভয়
সেই দেশ চাই, যে দেশের সবাই আমরা ভাই ভাই
কোন হিংসা কিংবা শত্রুতার কোন চিহ্ন থাকবে আর ।

হবে না কোন প্রশ্ন কোথায় তোরা সালাম বরকত,
কোথায় মোস্তফা, জাহাঙ্গীর, নরু মোহাম্মদ ?
উঠে আয় তোরা দেখতে, তোদের রক্তে দাগ
এ প্রাণ দিয়ে না হয় আবার রাখব তাদের সম্মান।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top