Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

অস্থিতিশীল বাজার…..

: | : ০৩/১১/২০১৩
অস্থিতিশীল বাজার…..
…………………..ছবি
চিনি আছে নুন নাই
চায়ের কৌটাটাও খালি পাই
চাল থাকলে, নাই ডাল
মরিচ আনছে, নাই ঝাল।
দুধ তো ছিল ঘরে
শেষ হলো কবেরে!!
কৌটায় নাই বিস্কিট
জেরী রাগে খিটমিট,
এইবার রাঁধলে
তেলটা ফুরালে,
না আনলে কিভাবে?
এ বেলা ও বেলা চলবে।
আলু আনছ, বেগুন কই
কথাগুলো লাগছে টক দই?
পটল, পুঁই, মুলা লাউ
আনোনি যে তাও!
বরবটিটা শুধু এনে ফাও
গুনগুন গান গাও।
মলা আর টেংরা পুটি
সাথে একি! মটরশুটি?
বড়মাছ আনলে না যে
বাজারে গেছ কোন কাজে?
বেগুনে আগুন
পটলের দাম দ্বিগুন,
ধাক্কা লাগে এই মনে
লাউয়ের দামটা শুনে।
পেয়াজের কড়া ঝাঁঝে
চোখে জল, মরি লাজে,
এত লাগে কেনো চাল ডাল?
যা লাগে আনবো নে কাল।
চা টা একটু কম খাও
চিনিতেও আগুন জ্বলে ধাউ ধাউ।
বাজারে আগুন ঘরে আগুন
ভালবাসায় আসবে কি করে ফাগুন?
আগে পেট পরে সব
করো না আর কলরব,
পুঁটি খাব সুতোয় বেঁধে
টেনে আনব, খাওয়ার বাদে,
তাই কি গো তুমি চাও?
তাইলে সব, সুতোয় বেঁধে খাও।
কতই বা আর বেতন পাই
এতো কেনো খাই খাই।
বেতন বাড়ে না, দাম বাড়ে
বস্ত্র, ভাড়া, কেউ কি মুল্য ছাড়ে?
দেশটা যদি থাকে এমন অস্থিতিশীল
ঘর কেমন করে! থাকবে গো স্থিতিশীল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top