Top today
আজন্ম কলঙ্ক দাগ
তুমি যে পুরুষ
ঝাড়া গা, ঝড়া পালক
রাজ হংসের মতো,
জলের তরলে তরঙ্গে
কলঙ্ক সরোবরে
মনের সুখে সাঁতার কেটে
সুখ স্নান সেরে
কূলে উঠে পাখা মেলে
ঝাড়া দিলে গা –
পাপ কিংবা জল
ফোটা ফোটা ঝড়ে
অথবা বষ্প হয়ে
বাতাসের পিঠে বাতাস
নীলিমায় নীল মেঘ
বেদনার পাখা মেলে
অসীম আকাশে উড়ে;