Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজন্ম কলঙ্ক দাগ

: | : ০৩/১১/২০১৩

 

 

তুমি যে পুরুষ
ঝাড়া গা, ঝড়া পালক
রাজ হংসের মতো,
জলের তরলে তরঙ্গে
কলঙ্ক সরোবরে
মনের সুখে সাঁতার কেটে
সুখ স্নান সেরে
কূলে উঠে পাখা মেলে
ঝাড়া দিলে গা –
পাপ কিংবা জল
ফোটা ফোটা ঝড়ে
অথবা বষ্প হয়ে
বাতাসের পিঠে বাতাস
নীলিমায় নীল মেঘ
বেদনার পাখা মেলে
অসীম আকাশে উড়ে;

 

নারীর গায়েই শুধু
লেগে থাকে আহা
সূর্য পুরুষের উষ্ণ ভালবাসা
আজন্ম কলঙ্ক দাগ চাঁদের গায়।

________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top