Top today
আমার ভুল
বলো তো কি ভুলের কারণে ?
আজ সুদূর ফারাকে দুজনে
চুপ রবে না , তুমি কি জাননা ?
নাকি জেনেও কহিতে চাওনা ?
বেশ !আমি কহিব সেই নিরেট সত্য বাণী
তোমাতে আমাতে ব্যবধান ছিল তেল আর পানি
শত চেষ্টায় যার হয়না কভু সংমিশ্রণ
ফারাক যেন একাল সেকালের মতন ।
দোষী আমি কলংক লাগিয়েছি চাঁদে
আবদ্ধ করেছিলাম সূচি প্রীতির ফাঁদে
রহিছে নাকি বড় লোকের গড়া একটি নীতি
কঠোর নিষেধাজ্ঞা জারি ছোট লোকের প্রীতি ।
এরা শুধু থাকিবে দিন মজুর হয়ে ক্রীতদাস
ওদের পদতলেই হবে এদের জীবন ভর বাস
তোমায় ভালবেসে হয়েছে অপরাধ করেছি ভুল
সারা জীবন টানছি সেই ভুলের মাস্তুল ।
তালি বাজেনা তো কভু দু কর ছাড়া
বেজেছে নাকি মোর এক হস্ত দ্বারা
তোমার অযোগ্য আমি যে ভ্রান্তির ফলে
ছোট লোক দৈন্য গৃহে জন্মেছি বলে ।