হ্যাপি হরমোন !
বিয়ের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে। দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে। আর তৃতীয় বছর থেকে দু’জনেই বলে, পাড়া-প্রতিবেশী শোনে। সুখী দাম্পত্যের কথাটা মিথ্যা নয়। অনেক ক্ষেত্রেই তো এমনটাই হচ্ছে। দু’জনের বলাবলির ব্যাপারটা এক পর্যায়ে ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়।বলা হয়ে থাকে, দাম্পত্য জীবনে নিরবচ্ছিন্ন সুখ ধরে রাখতে হলে পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। একজন আরেকজনকে মেনে নেওয়ার ব্যাপারটা চর্চা করতে হয় একান্তভাবে। তাহলে সংসার টিকে থাকে। তবে সম্প্রতি একটা ভিন্ন ব্যাপারের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আমেরিকার বিজ্ঞানীরা।
বলতে চাইছেন, বিয়ের সাফল্য মূলত নির্ভর করে আপনার ডিএনএর ওপর। আর তা হচ্ছে হ্যাপি হরমোন নামের একটি জিন।
তাদের বক্তব্য, এই হ্যাপি হরমোনের প্রভাবেই আপনার দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে মধুময়। আপনি প্রাণ খুলে গাইতে পারেন, ‘প্রেমের এক ছোট্ট বীথিকা আমায় দাও যেখানে রবো দু’জনে…’।