Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একই আকাশে তিন তিনটে সূর্যের দেখা মিলল

: | : ০৪/১১/২০১৩

 

 

এক আধটা নয়, একই আকাশে তিন তিনটে সূর্য। শনিবার এমনই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী রইল উত্তর চীন সংলগ্ন মঙ্গোলিয়া।

1

শনিবার সকালে আকাশের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ মঙ্গোলিয়াবাসীর। একি, এতদিনের পড়া ভূগোল কী তাহলে ভুল? সূর্যিমামার যমজ ভাই আছে তা তো জানা ছিল না? পাক্কা দুঘণ্টা এমন বিরল দৃশ্যের সাক্ষী রইলেন মঙ্গোলিয়াবাসী। শুরু হয়ে গেল ছবি তোলা।

 

এক প্রত্যক্ষদর্শী বললেন, `আমি বাড়িতেই ছিলাম, বন্ধুরা ফোন করে বলল শিগগির বাইরে আয়, আকাশের দিক তাকা। একসঙ্গে তিন তিনটে সূর্য দেখা যাচ্ছে। শুনেই তড়িঘড়ি দৌড় লাগালাম। সত্যিই অত্যাশ্চর্য ব্যাপার।`

 

ঘটনাটি আদতে কি? মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন বিরল মহাজাগতিক এই ঘটনার নাম ফ্যান্টম সান। মাটি থেকে ছ হাজার মিটার উঁচুতে বরফ কণা জমে মেঘ তৈরি হয়। সূর্যের আলো মেঘের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে তৈরি হয় সূর্যের প্রতিবিম্ব। বৈজ্ঞানিক ব্যাখা যাই হোক না কেন, আচমকা এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরে বেজায় খুশি মঙ্গোলিয়াবাসী। সূত্র: ওয়েবসাইট

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top