মঙ্গল অভিযানে ভারত
ভারতের প্রথম মঙ্গল গ্রহ অভিযানের কাউন্টডাউন শুরু হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক মুখপাত্র জানিয়েছেন, শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে শনিবার সকাল ৬.০৮ মিনিটে সাড়ে ৫৬ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়। আগামী ৫ নভেম্বর মঙ্গলবার লালগ্রহের উদ্দেশে পাড়ি দেবে ভারতের মহাকাশযান।
কাউন্টডাউন শেষে ইসরোর উপগ্রহ উৎেক্ষপণ যান পিএসএলভিসি২৫ মঙ্গলবার দুপুর ২.৩৮-এ ভারতের প্রথম ভিন গ্রহে পাড়ি দেওয়ার উপগ্রহ মার্স অরবিটার মিশন(এমওএম)-কে নিয়ে ইসরোর শ্রীহরিকোটায় উৎেক্ষপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা দেবে। উৎক্ষেপণের সফল মহড়ার পর গত ১ নভেম্বর ইসরোর লঞ্চ অথরাইজেশন বোর্ড এমওএম-এর লালগ্রহ যাত্রায় চূড়ান্ত অনুমতি দিয়েছে।
এমওএম-কে পৃথিবীর কক্ষপথে ছেড়ে আসতে উৎক্ষেপণ যান ৪০ মিনিট সময় নেবে বলে আশা করা হচ্ছে। এরপর পৃথিবীর কক্ষপথে উপগ্রহটি ২০-২৫ দিন থাকবে। এরপর ১ ডিসেম্বর মঙ্গলের উদ্দেশে পাড়ি দেবে। দীর্ঘ ৯ মাসের পথ অতিক্রম করে আগামী বছরের ২৪ সেপ্টেম্বর লালগ্রহের কক্ষপথে পৌঁছবে উপগ্রহটি। লক্ষ্যে পৌঁছলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মঙ্গল অভিযানে সফল হবে ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপ মঙ্গলে উপগ্রহ পাঠাতে সফল হয়েছে। এ পর্যšত্ম ৫১ বার মঙ্গলে অভিযানের মধ্যে সফল হয়েছে মাত্র ২১টি।