Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শেফালীর কল

: | : ০৪/১১/২০১৩

ওরা দেখে দেখে ক্যাসেট পছন্দ করছিল
সাথে একটি ছেলে ও আছে বটে ,
আমার মতো বাঙ্গালি নয় তারা
ধর্ম ভিন্ন হলেও –
আমার মতো ওরা ও মানুষ –
মানুষ বলেই তো এসেছে আমার তল্লাটে ।

মোবাইল ফোন বেঁজে উঠল তখন ই
ছুটে গেলাম মোবাইল এর কাছে
গিয়ে দেখলাম নাম্বার টি চেনা জানা নয় ,
কিছুক্ষন পর আবার বেঁজে উঠল
হ্যালো কে আপনি ?
কাকে চান বলবেন আমায় ।

কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না
তবে কি শেফালীর কেউ ,
কি ব্যাপার লাইন টি কেটে দিল
মোবাইলে টাকা ঢুকিয়ে পরে করব রিং
কাব্য শোনাব মিষ্টি করে
হোক না সে যে কেউ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top