Top today
শি রো নাম হীন-১
আসমানী এ বানীরে যারা ঘৃণা করলি হায়
তোদের মত অধম পাপী আর দুনিয়ায় নাই।
হে আল্লাহ,হে রাসুল (সা:)–
তাদেরে হয় হেদায়াত দাও নয় মরন দাও ।
হে মুমিন —
তোমাদের তরেএ দুনিয়া শ্রান্তি শান্তির নয়
যতদিন না ইসলামী পতাকা তোমার নিজের না হয়।
ঘরে বাইরে আলোকে আধারে জিহাদের ডাক পড়েছে ভাই
আল্লাহু আকবর ধ্বনি উঠেছে আর এক লোকমা সময় নাই।