Top today
শুধু ছুঁয়ে থাকো
ছুঁয়ে থেকো কঠিন মনের কোমল চারিপাশ
ছুঁয়ে থেকো আবীর মাখা অসীম নীলাকাশ
ছুঁয়ে যেয়ো চোখের পাতায় শিশির টলমল
ছুঁয়ে যেয়ো চিকন বেণী হাসির কলকল ।
ছুঁয়ে যেয়ো অনেক ভুলের অনেক বিভ্রান্তি
ছুঁয়ে থেকো অলস সময় ছুঁয়ে থেকো ক্লান্তি ।
ছুঁয়ে থেকো সবুজ মনের অবুঝ বাসনা
ছুঁয়ে থেকো চটুল আবেশ অমোঘ কামনা
ছুঁয়ে থেকো শারীর আঁচল বুকের দক্ষিণ পাশ
ছুঁয়ে থেকো সুতীব্র প্রেম তুচ্ছ অভিলাষ ।