Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“উপরে উপরে”

: | : ০৬/১১/২০১৩

উপরে উপরে দেখে কি বুঝলে?
নারিকেলের ভিতরটাও কি শক্ত কঠিন?
অবিরত তরল ঝর্না ঝরে
কঠিন পাহাড়ের বুক করে বিদীর্ণ।
আগুনের লাল গোলা দিবাকর;
পোড়ানোর মৌলিক সত্ত্ব,
ভুলে যাও কিভাবে বলো?
তার বুকেই নিহিত জীবনের অস্তিত্ব।
সুনামি দেখেই বদনামি কর
সমুদ্রকে দাও অভিশাপ লানত,
সমুদ্রের বুক চিড়ে নতুন দ্বীপ;
নয়া আবাসের নেয়ামত।
দুই ঠোঁট চিড়ে অগ্নিবাণী
তাতেই কি বুঝে নিবে মনের হাল হাকিকত্‌?
অন্তরে তার মিষ্টি নহর বহে
উপরেই কেবল কঠিন পরত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top