Top today
ভালবাসার মিস কল
আমি যাকে ভালোবাসি
তাকে আমার সর্বস্ব দিয়েই ভালোবাসি ,
বুক ভরা ব্যথা নিয়ে দূরে নয় ; খুব কাছে…
বন্ধুত্বতার দাবি নিয়ে তার কাছে আসি ।
সে যেমনই হোক কালো কিংবা সাদা
মনটা তার থাকবে ফ্রেশ কম হলেও আঁধা ,
তবুও তোমায় মন প্রাণ দিয়ে বাসবো ভালো
পিছের লোকে বলবে না হয় একটু আমায় গাঁধা ।
পরোয়া করিনা আমি পিছু লোকের
সে সব ভিত্তিহীন হাওয়ায় উড়া কথা ,
তাঁরা কি বুঝবে আমার কষ্ট
বুকের পাঁজরে লুকিয়ে আছে – কত না হাজার ব্যাথা ।
মনের গভীরে চোখের কান্না…
চাইনিতো আমি কভু হিরে পান্না…
শুধু একটুখানি সুখ একটুখানি ভালোবাসা ,
তবে কেন আমায় না দিয়ে তাঁরা তা …
বুঝেও নিভিয়ে নেয় তাদের চোখের পাতা …
আমায় অবুঝ বলে খেলার ছলে করে যায় তামাশা ।