Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মোর প্রিয়া হবে

: | : ০৬/১১/২০১৩

তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
তোমার তরে দিয়ে দেব এ জীবন খানি।
বুকের এ ছোট্ট ঘরে
চিরতরে
তুমি থাকবে এতটুকু জানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?

আমার সমস্ত দেহ কায়, সত্তায়
দিবা নিশি শুধু বলে যায়
তোমার ওই নাম
অভিরাম
তোমার বিরহে রক্তাক্ত অন্তরখানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?

সুখালয়, নিমহাওলা
১২/০৫/২০০৬

কবিতাটি ২৯/০৫/২০০৬ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top