Top today
আমি নাকি কবি ?
আমার মনের কথাগুলো ব্যক্ত করি লিখে
এগুলো হয়ে যায় নাকি কবিতা ?
মানুষ অবাক হয় দেখে
আমি নাকি পদ্যের সবিতা ?
এ যে মোর বাক প্রকাশের ধারা
বচন নহে সবাই কহে কাব্য ছড়া
আমাতে পূর্ণ কাব্যের আলপনা সবি
তাই সবাই কয় , আমি নাকি কবি ?
হা …হা …হা …বড্ড হাসি পেলো
আচ্ছা তুমি বলো ,
কবির গায়ের গন্ধ লেশ আমাতে আছে ?
মিছে মিছি কবি হেঁকে ঠাট্টা করে পিছে ।
হৃদয়ের সকল বচন করি প্রকাশ
ললাটে জুটিলে একটুখানি অবকাশ
মন সাগরে এলোমেলো বর্ণ ,জমাট বেঁধে হয় শব্দ
গোটা গোটা করে জাহির করছি ,হয় না কি ছন্দ ?
লিখলেই হয় বলে কবিতা
এটা কেমন কথা ?
প্রকাশে দারুণ মজা পাই লিখছি তাই
সুখ দুঃখ সবারে কহিতে চাই
এর নাম যদি কবি হয় ?
শুনে রাখ তবে নিশ্চয় !
কবি কহে আর দিও নাকো লজ্জা
খুলে দিলাম সত্য কথার দরজা ।
যে ব্যথা কলম দিল হাতে আর বেদন দাতা
আমি তো কবি নই , কবি ঐ কষ্ট নির্মাতা ।