Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতার নাম ভোর বা রোদেলা শিশির

: | : ০৭/১১/২০১৩

কবিতা হারিয়ে গেছে, পাইনি কোথাও আর,
যে ভোর রোদেলা শিশিরের
তার দেখা পাবো কি আবার?

যত রাত  জাগলে  পাখির সুর হয় মধুর;
যত আন্দোলনে সমুদ্রের জল পায় মিষ্টতা;

        কত রাত জেগে ভোর হলে,
কত আন্দোলনে দেশ মহাদেশ পাড়ি দিলে।
পাবো তার দেখা ভোরে
যেখানে সবুজ পাতা!

       হয়তো দেখিবো না তারে আর,
হারিয়ে যাবে শত-সহস্র ভোর  তারে ছাড়া;
নিজের অজান্তেই প্রতিদিন ঝরে শত পাতারা,
হয়তো তেমনি মাঝে মাঝে আশা, স্বপ্ন, প্রেম
হারায় অজান্তেই তোমার আমার সবার।

২৩-০৪-১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top