Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিশ্বাস করিনা

: | : ০৭/১১/২০১৩

আমি তোমাকে বিশ্বাস করিনা
বিশ্বাস করিনা তোমার মতো
যারা মেয়ে যারা নারী ,
প্রয়োজনে কাছে এসে …
হেসে হেসে …
মিষ্টি কথা বল…
হেলে দুলে চল…
মুখে বল কেউ নেই আমার অথচ্
গোপনে যাচ্ছো ঠিকই হাজার বন্ধুর বাড়ী ।

আমি  বিশ্বাস করি স্রষ্টাকে
আকাশ বাতাস মাটি পানি
পশু পাখি বৃক্ষ লতা এই পৃথিবী
এই  পৃথিবীর অন্য সব ,
তোমাদের থেকে অতীতে ও
থেকে ছিলাম দূরে বহুবার
হয়তো মিশতে বল তুমি
মিশতে বলে তোমার আমার রব ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top