Top today
লজ্জিত আকাশ
ভাগ্যের নির্মম পরিহাস
নিজদেহ যখন করে বিদ্রোহ
মেনে নিতে হয় সব হার
রাজার রাজা মনে করা ভুল
মশকের কামড়ে হয় মহামারী
জেনে রাখা ভাল, মৃত্যু অবধারিত।
মাথার উপরে বসে যে মহারাজ
করছে রাজত্ব–বিশ্বশাসন
তাঁর থেকে বড় হতে নেই
অহঙ্কারী আচরণে বিধি রয় না বিধানে
বিধাতার অনুকূলে বিধান সচল–যদি বাম
অতল জলের হাঙ্গরের পেটে কবর।
নিজের মুদ্রাদোষে যে দোষী
আপদ থেকে রক্ষে কে তারে
বিরাশি বছরে যার পুরে না বাসনা
হাজার বছরের কামনার কাছে সে বন্দি
বড় আশা বড় দুঃখ–বুভুক্ষু সমুদ্র হলে
শেওলায় হারায় সুন্দরের গতি।
হে পৃথ্বীরাজ, অবশেষে স্থান কোথায়?
আমি অবাক! মহা শাসক তুমি
পৃথিবী করতে চেয়েছিলে অধিকার
সেই পৃথিবীর তিন হাত মাটি আজ
তোমাকে দিচ্ছে না তিলপরিমাণ ঠাঁই
হিমাগারে বন্দি তুমি–দুর্গন্ধে লজ্জিত আকাশ।
৯ কার্তিক, ১৪১৮ সাল,
ডি সি রোড, চট্টগ্রাম।