Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

লজ্জিত আকাশ

: | : ০৭/১১/২০১৩

ভাগ্যের নির্মম পরিহাস

নিজদেহ যখন করে বিদ্রোহ

মেনে নিতে হয় সব হার

রাজার রাজা মনে করা ভুল

মশকের কামড়ে হয় মহামারী

জেনে রাখা ভাল, মৃত্যু অবধারিত।

 

মাথার উপরে বসে যে মহারাজ

করছে রাজত্ব–বিশ্বশাসন

তাঁর থেকে বড় হতে নেই

অহঙ্কারী আচরণে বিধি রয় না বিধানে

বিধাতার অনুকূলে বিধান সচল–যদি বাম

অতল জলের হাঙ্গরের পেটে কবর।

 

নিজের মুদ্রাদোষে যে দোষী

আপদ থেকে রক্ষে কে তারে

বিরাশি বছরে যার পুরে না বাসনা

হাজার বছরের কামনার কাছে সে বন্দি

বড় আশা বড় দুঃখ–বুভুক্ষু সমুদ্র হলে

শেওলায় হারায় সুন্দরের গতি।

 

হে পৃথ্বীরাজ, অবশেষে স্থান কোথায়?

আমি অবাক! মহা শাসক তুমি

পৃথিবী করতে চেয়েছিলে অধিকার

সেই পৃথিবীর তিন হাত মাটি আজ

তোমাকে দিচ্ছে না তিলপরিমাণ ঠাঁই

হিমাগারে বন্দি তুমি–দুর্গন্ধে লজ্জিত আকাশ।

 

৯ কার্তিক, ১৪১৮ সাল,

ডি সি রোড, চট্টগ্রাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top