Top today
উজ্জাপনে কেটে যাক নিশি
ছিলা বদ্ধ ধনুকের মত টানটান দেহের অতন্দ্র পাহারায় থাকা তোমার–
প্রতীক্ষার মাঝে আর কত বসে থাকা,
ওই দেখ প্রান্তিক জীবনের ঝুঁকে পড়া রৌদ্রালোক–
ধরা-ছোঁয়ার বাইরের ওই রূপ সাজ মালিকা–
দীপালীর দেখে ফেরা ঝলসা উৎসবের মত
বল কত আর ধাঁধাবে চোখ ?
এই দেখ কাছে রেখেছি রুদ্রাক্ষ মালা,
তাপস গৈরিক বেশ ঝুলিয়ে রেখেছি শিয়রের পাশে,
যদি বল এখনও জেগে থাকা,এখনও তন্দ্রায়িত জাগরণ উজ্জাপনে কেটে যাক নিশি,
মিছে তবে এই ভালবাসা !
কামনার ফুল ঝরে দেখো ওই বৈকালিক পাত্রে–
শুধু অবহেলে পড়ে আছে গোপন অঙ্গরাগ !
যে আবরণ,আভরণ বিদ্ধ না করে অনুরাগ,
তবে তিতিক্ষা ত্যাগের বসন–রুদ্রাক্ষ মালা,গৈরিক আচ্ছাদন হোক তবে আমার অঙ্গবাস।