Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতার মায়া

: | : ০৮/১১/২০১৩

ঘুম না আসার কারণ আমি জানি
শুনবে ?
তবে শোন ,
মন যখন হারিয়ে যায় ভাবনার অ-তলে ,
কি করব তখন আমি
নির্জন আঁধার রাত –
আমার ঘরে আমি একাই থাকি
নিরাশার মাঝে আশার দ্বীপ জ্বেলে ।

কি করব  তখন আমি
কিছুই করার থাকেনা সে রাতে ,
কাব্য লেখার শব্দ খুঁজি
কাগজ আর কলম নিয়ে হাতে ।

কি করে সাজাবো একটি চরন
যে চরনে থাকবে না কোন
অ-স্পষ্ট অ-সুন্দরের কালো ছায়া,
অন-বরত করবে পাঠ
যার যখন মনে চাইবে–
ছিড়বে না কেউ সে কাব্য খানি
থাকবে শুধু মমতা আর মায়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top