কবিতা আর জীবন (আপডেটেড)
প্রত্যাশা থাকে কখনো মন থেকে
কারো মনে আমার জন্য;
এক কণা ভালবাসা জমা থাক,
দুষ্ট কপোত কপোতিরা যখন
আনন্দের গান গেয়ে বেড়ায়,
বাজনার তালে তালে ময়ূর ময়ূরী
পেখম তুলে নাচে…..
তাদের আনন্দে আমি গাইতে পারি না
সুরের তালে মন পারি না দোলাতে;
দু:খ ভাবনারা তাড়া করে পিছু।
আমিও সুখে দুলতে চাই
মন নাচাতে চাই তালে তালে।
তাই! কখনো যদি কিঞ্চিত সুখ,
আমার দরজায় নাড়ে কড়া
দুহাত পেতে গ্রহন করি
তুলে রাখি হৃদয়ের অতি গোপন কুঠরে।
ঝড়ের তান্ডবে যদি নুয়ে পড়ি;
বা, ভেংগে যাওয়ার হই উপক্রম,
কুঠরের দরজা একটু ফাঁক করে
বের করে আনি সুখটুকু,
ছুঁয়ে ছুঁয়ে অনুভব করি সেই মুহুর্ত;
আবার তুলে রাখি যতনে,
এই সুখটুকু শুধুই আমার; একান্তই আমার।
হয়তোবা না বলা কথাগুলো
বের হয় না মুখ ফুটে…
আমার সুখে শামিল করতে পারি না কাউকেই…
জীবন তখন মিশে যায় কবিতায়,
অথবা কবিতায় উঠে আসে জীবন,
সুখ সুখ মুহুর্ত; চোখের স্বপ্ন দ্যুতি
আমার জীবনে না হয় হলো এইটুকু পাওয়া;
আমার নীল আকাশে বিরাজিত,
স্বপ্নময় আভা হউক আমার কবিতা।
===================
এনিমেশন নেট কালেকটেড………