Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“জীবন খুঁজি”

: | : ০৮/১১/২০১৩

জীবন খুঁজি জীবনের পথে ঘাটে মাঠে,
থমকে দাঁড়িয়েছি কতবার স্রোতস্বিনীর তটে।
কখনো খুঁজেছি সওদাগর বেশে;কিনিবো ন্যায্য দামে।
খাঁটি জীবন পাইনি খুঁজে;ফিরতি পথ ধরেছি বিষণ্ণ মমে।
সন্ন্যাসীরূপে চেয়েছি জীবন;নি:স্বার্থ খয়রাত।
ছল করে চেয়েছি;করেছি আঁতাত।
তবুও হল না জীবন পাওয়া জীবনের বাগানে।
কত জীবন কেটে গেল মিথ্যে জীবনে।
তবে চাইনি এমন জীবন-অর্থ না বুঝে মুখস্থ কেরাত।
চাইনি ফতোয়া মানতে; হোক না বেদাত।
জীবন ভেবে নষ্ট করেছি কত জীবনের বীজ।
বুজুর্গ ভেবে নিয়েছি কত ভন্ডের তাবিজ।
তবু হল না জীবন পাওয়া;শূন্য জীবন ঝুড়ি।
অসীম পথে আজও তাই ছন্নছাড়া ঘুরি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top