Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঢেউ উপাখ্যান

: | : ০৮/১১/২০১৩

সমুদ্র বলছে ঢেউকে –
‘আমার বুকে তুমি আড়মোড়া ভাঙো !’
গগন বলছে গর্জে –
‘আমার ছাঁয়ায় রহস্যময় করেছো নিজেরে !’
জল বলছে নির্দ্বিধায় –
‘তুমি আমার সৃষ্টি !’
তীর বলছে দম্ভে –
‘আমার তরে এসে লুটিয়ে পড় পায়ে !’
সব শেষে মুচকি হেসে পথিক বলছে বিনম্রতায় –
নীল চাঁদরে ঢেকে,
সাদা মুক্তোর অলংকরণে সমুদ্রের বুকে নেচে গেয়ে –
তটে এসে ফিরে যাও ;
আমারও ইচ্ছে জাগে তোমায় আলিঙ্গনে বাঁধার,
তুমি মুখ ফিরিয়ে নাও প্রতিবার !
প্রতিবাদ করি না, গর্জে উঠি না,
উপভোগ করি তব অভিমান –
তুমি যে সমুদ্রের প্রাণ ;

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top