Top today
“এমনি বুঝি গণতন্ত্র”
এমন করেই চলবে বুঝি
যেমন করে চলছে।
এমনি বুঝি গণতন্ত্র
যেমন তারা বলছে।
এক কদমও এগোয় না
ত্যাড়া ছাগল দাঁড়িয়ে।
কখনও কখনও উল্টো টা
বরং যায় পিছিয়ে।
এমনি বুঝি গণতন্ত্র
অবুঝ গোঁয়ার ছাগল।
কান ধরে টানলেও
নেতিবাচক ফল।
চকলেটের বায়না যেমন
অবুঝ শিশুর নাদানি।
ক্ষমতা চাই-ই চাই
অন্য কিছু ন-মানি।
ক্ষমতা যেন মিষ্টি চকলেট
জিভে আনে লালা।
লোভী নজরে তাকিয়ে থাকে
কখন যাবে গিলা।
এমনি বুঝি গণতন্ত্র
আপন করে চাই।
ক্ষমতা ছাড়া আর কিছু নয়
গণতন্ত্র ঠিক তা-ই।
ইচ্ছে মত মনগড়া
গ্রাম্য মোড়লের সালিশ।
বুকের পাটা কার আছে
তার বিরুদ্ধে নালিশ?
যেমন খুশি সালিশ-বিচার
যেমন খুশি রায়।
ন্যায্য-অন্যায্য মুখ্য নহে
মানা সবার দায়।
এমনি বুঝি গণতন্ত্র
তাহার খবরদারি।
গণতন্ত্র ঘুরবে কেবল
নাকে দিয়ে দড়ি।
এমন করেই চলবে বুঝি
যেমন তারা বলছে।
গণতন্ত্রের সারা অঙ্গ
ঘায়ে হল নীলচে।