Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

চন্দ্র সূর্য তোর দুটি চোখ…..(আপডেটেড)

: | : ০৯/১১/২০১৩

এক চোখ তোর চন্দ্র
অন্য চোখ সূর্য
এক চোখে জ্বালাস বড়
অন্যে চোখে চালাস,
ভালবাসার তূর্য ।
পোড়াস কেন এত করে
তীক্ষ্ণ রোদের ঝলকানিতে?
চন্দ্রটাকে ঢাকিস কালো মেঘে
আঁধার ছোঁয় মনের বেলকনিতে!!
সূর্যতে দেখ জল ঝরে!!
আলোয় হাসে না চন্দ্র
চন্দ্রে না পায় আলো,
যদি না হাসে সূর্য।
মিলেঝিলে চন্দ্রে সূর্যে
আলোয় নাচুক ছন্দে
আমার হয়ে আলো ছড়া
থাকিস না আর দ্বিধা দ্বন্দ্বে।
======================

https://lh4.googleusercontent.com/-3JIU9Q180A4/UhRZ9HmAteI/AAAAAAAAVvQ/z8giBRXlVGk/w506-h287/0319n2-496.gif
এ্যানিমেশন নেট কালেকটেড……..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top