Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

চন্দ্র হরণ

: | : ০৯/১১/২০১৩

 

 

লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন

এক খানি রূপালী চাঁদ উঠে গগনে

স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন

চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;

চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন

তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে

আকাশে যুবতী চাঁদ রূপের বসন

কানে কানে কব মনের কথা গোপনে;

 

 

কি জানি কোথা হতে মেঘের দস্যু এসে

চন্দ্র হরি লুকায় জলধির আড়ালে

বিনিদ্র নিশি মোর চোখের জলে ভাসে

ব্যাথায় ভস্ম হৃদয় বিরহ অনলে ;

ছায়াটুকু রয়ে যায় পৃথিবীর ‘পরে

চন্দ্রালোয় ভেসে একদিন যাব ঝরে।

 

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top