চলন্তিকা
তুমি শুধু একটি নাম
তাই তোমাকে জানাই সালাম।
চলন্তিকা
তুমি আমার প্রেম ভালোবাসা
তোমাকে নিয়ে অনেক আশা।
চলন্তিকা
তুমি আমার প্রাণের প্রাণ
তুমি থাক চির অম্লান।
চলন্তিকা
তুমি আমার হৃদয়ের হৃদয়
তোমার যেন মরণ না হয়।
লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি সর্বমোট মন্তব্য: ১ টি নিবন্ধন করেছেন: মিনিটে