প্রেম
চোখের আলো হয়ে মনের আশা ছুঁয়ে
ধূসর গোধূলীর আলো,
হিমের ছোঁয়া মেখে ভোরের আলো এঁকে
রাত দিনেরে বাসে ভালো।
ভোরে কুয়াশা নিয়ে সোনালী আলো দিয়ে
আঁধার ভরেছে আলোয়,
রাতের অভিমানে দিনের আলোড়নে
এ পৃথিবী স্বপ্নময়।
স্বপনের টানেতে কোকিলের গানেতে
জীবন কাছাকাছি আসে,
শেফালীর সুবাসে তারা ভরা আকাশে
শিশির রাত ভালবাসে।
প্রেম দুর্বার, দূর্গম দূরত্ব থেকে কাছে নিয়ে আসে জীবনকে,
প্রেম দূর্দমনীয় আক্রমনের হাত থেকে রক্ষা করে পৃথিবীকে।।
সাগর কূলে বসে মেঘেতে ভেসে ভেসে
মন আশার, কল্পনার,
যে প্রেমে জোনাকীরা হয় আকাশে তারা
তা রংধনুর আলপনার।
যে প্রেমেতে দিন হয় নি যে মলিন
রক্তিম সূর্য হাসে,
সে আলোর ছোঁয়াতে নীলিমার মায়াতে
আজও সবে ভালবাসে।
সেদিন আর এ পৃথিবী থাকবে না যেদিন মানুষ ভালবাসতে ভুলে যাবে,
যেদিন মানুষ ভালবাসতে ভুলে যাবে সেদিন আর এ পৃথিবীর কি দরকার?
২৫.১০.১৩, জাজিরা।