Top today
ভয়
ওপারে ঘোর অন্ধকার ,
অমা-বর্ষার রাত ।
মাঝ নদীতে কে যেন দাঁড়ীয়ে আছে !
ঠাঁকুর মার ঝুলির ভূতের মতো দেখতে ।
ডরে গায়ের পশম গুলো
একের পর এক জেগে উঠছে ।
নাকি কোন এক জেলে মাছ ধরছে ?
চিংড়ি পোনা পুটি ঝাটকা ।
এ রাতে কেউ ঘর থেকে বের হয় না
যাদের বুকের পাটা ছোট
এ রাতে ঝোপ ঝাড়ে –
পুরোনো কবরে –
কিংবা নতুন কবরে –
মরে যাওয়া মানুষের আত্মার সাথে আনন্দ করে কাটায় ।
ভূ- খণ্ডে মানুষের জন্য দিনের বেলা ঠাঁই পায়না ;
ডরে কাঁপছি শির শির
হঠাৎ তাকিয়ে দেখি কলম নেই
হাতে রেখে ছিলাম ধরি ,
ভাবছি- তবে কি কলম টা নিয়ে গেল শয়তান ?
কিংবা লাল পরী-নীল পরী ।