Top today
মিশে যায় বাতাসে
বসে আছি
যুবতী-যুবকদের ব্যস্ত অব্যস্ত আনাগোনা
প্রাণে শূন্যতা মম।
চোখে মনে দেহে তৃষ্ণা
মিশে যায় বাতাসে তার তাপ।
কড়াঘাত করে
তুলতুলে প্রাণে
ছুটে আসে
নিঃশব্দে পাশে বসে
বাড়ানো অবয়ব
সামনে ভরাট দু খানি পা।
ঘাড়ে খোঁপা
ওড়নার ঘোমটা
নাকের কাছে ঘাম
স্পর্শ করে রুমাল
চিকন হাতে ক্ষীণ লোম
জাগে দ্বিগুণ তৃষ্ণা।
সে যে আমার চেনা
দোলে প্রাণ
প্রসারিত হয় ঠোঁট।
Comments are closed.